রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
03 Jan 2025 02:06 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে নদী ভাঙনকবলিত এলাকাবাসী। এসময় ভাঙনের হাত থেকে রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।
রবিবার উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফুলমিয়ার বাজার এলাকার নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর শ্রীপুর পুটিমারী গ্রাম থেকে দক্ষিণ শ্রীপুর দত্তের খামার গ্রামের দক্ষিণে বটতলি পর্যন্ত হঠাৎ করে তিস্তা নদীতে ব্যাপক ভাঙন দেখা দেয়। ইতোমধ্যে ভাঙনে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে আরো শতশত বসতবাড়ি। নদী ভাঙনের কারণে এলাকার মানুষের পথে বসার অবস্থা হয়েছে।
এসময় বক্তারা অভিযোগ করেন, অব্যাহত নদী ভাঙনে ভিটেমাটি ও সহায়-সম্ভব হারিয়ে অনেকে নিঃস্ব হলেও সংশ্লিষ্ট ভাঙন রোধে এখনো কোনো পদক্ষেপ নেয়নি। তাই দ্রুত নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের উদ্যোগের দাবিও জানান বক্তারা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, ভাঙনে ক্ষতিগ্রস্তসহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষাথী, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ।
এ ব্যাপারে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক জানান, শ্রীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ভাঙনরোধে আমরা ইতোমধ্যে একটি সমীক্ষার কার্যক্রম শেষ করেছি। এ অবস্থায় একটি প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি পাস হলে ভাঙন রোধে কাজ শুরু করা হবে।