সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
18 Nov 2024 08:50 pm
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেল স্টেশন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।তার বয়স আনুমানিক ৫৫ বছর। গতকাল রবিবার (১৭ নভেম্বর) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণে রেল লাইনের পূর্ব পাশে বট গাছের নিচে থেকে তার লাশ উদ্ধার করা হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, গত রবিবার বেলা ১২ টার দিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তি রেললাইনের পাশে একটি পুকুরে গোসল দিয়ে বট গাছের নিচে বসে ছিলেন।কিছুক্ষণ পর সেখানে তিনি মারা যান।তার লাশটি পরে থাকতে দেখে স্থানিয়রা পুলিশকে খবর দেয়।পরে ঘটনাস্থল পরিদর্শন করে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অসুস্থজনিত কারনে তিনি মারা যেতে পারেন।তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে।নিহতের পড়নে সাদা গেঞ্জি ও গামছা ছিল।এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি