সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
18 Nov 2024 09:34 pm
ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধাঃ- জেলার গোবিন্দগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গ কথোপকথনের ঘটনায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার ভোরে নওগাঁর মান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর আলম গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক।
পুলিশ জানায়, গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জে বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।এতে জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই জাহাঙ্গীর আলম আত্মগোপনে চলে যান। অভিযুক্ত জাহাঙ্গীর আলম আত্মগোপনে থেকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। তার কথোপকথনের একটি অডিও পুলিশের হাতে আসে।এর জেরে তার বিরুদ্ধে মামলার তদন্ত জোরদার হয়।
ওসি মো. বুলবুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে।তার কর্মকাণ্ড ও শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের বিষয়টি তদন্তাধীন।
ওসি আরও বলেন, আদালতের কাছে জাহাঙ্গীরের সাত দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছে।এ ছাড়া গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলও টেলিফোনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।বুলবুলকেও আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।