রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
17 Nov 2024 06:45 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার সদরে রামিম নামে আট বছর বয়সী এক শিশুর সড়ক দুর্ঘটনায় শুনে হাসপাতালে সন্তানকে দেখর এসে বাবা মারা জান।
জানা যায়,শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার শাপলামিল এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে শিশুটি।
মৃত জিয়াউর রহমান জিয়া শাপলামিল সংলগ্ন হামিদ স্যানেটারির স্বত্বাধিকারী মরহুম আব্দুল হামিদের বড় ছেলে।এছাড়া তিনি গাইবান্ধা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো.ময়নুল হক।
তিনি জানান,জিয়াউর রহমানের ছেলে রামিম শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল।শাপলামিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।এতে রামিম রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা রামিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।পরে জিয়াউর রহমান নামাজ শেষে মসজিদ থেকে আসার পথে ছেলের দুর্ঘটনার খবর শুনে গাইবান্ধা জেনারেল হাসপাতালে যান।সেখানে রামিমের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এমন অবস্থায় রংপুর যাওয়ার জন্য টাকা ও কাপড় নিতে বাড়ি গিয়ে মারা যান জিয়াউর রহমান।