শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
16 Nov 2024 07:31 pm
৭১ভিশন ডেস্ক:- বিচার হওয়ার আগে আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের রাজনীতি করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় এক গণসমাবেশে এ মন্তব্য করেন তিনি।
মান্না বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের বেশি মানুষকে গুলি করে মেরেছেন শেখ হাসিনা। নিরীহ ছাত্র-জনতাকে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত।
তিনি বলেন, দখলদারিত্ব-লুটপাটের রাজনীতি নয়, যারা গত ১৫ বছর ধরে এ দেশকে লুট করেছেন, বাংলাদেশে অর্থ বিদেশের মাটিতে পাচার করছেন তাদের বিচার হতে হবে।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, মানুষই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে। জনগণের ওপরে কোনো শক্তি নাই। যত বড় দল হোক, মাস্তানদের দল হোক, যদি জনগণ তাদের না চায় তাহলে তারা সরকার গঠন করতে পারবে না।
মাহমুদুর রহমান মান্না আরও বলেন, গণঅভ্যুত্থানের পর এ দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে বলে আশা করছি।
পিএনএস