বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩
15 Nov 2024 04:27 pm
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
সরকার প্রথম থেকেই পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুট করছে, তারই অংশ হিসেবে আদানির সঙ্গে অসম ও দুরভিসন্ধিমূলক চুক্তি করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
সরকার পরিকল্পিতভাবে দেশের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আদানি চুক্তির মাধ্যমে আগামী নির্বাচনের আগে ভারতকে তুষ্ট করতে চেয়েছে আওয়ামী লীগ। জনগণের প্রতি সরকারের কোনো দয়ামায়া নেই। স্মার্ট কার্ডসহ সব জায়গা থেকে টাকা বেশি কেটে নিয়ে লুট করছে, নিজেদের আখের গোছাচ্ছে। এ জন্য পুলিশ ও বিজিবির কাছে খাম যাচ্ছে। নতুন কৌশল হিসেবে আনসার দিয়ে নির্বাচনে কারচুপি করছে
মির্জা ফখরুল বলেন, সরকারের কর্মকাণ্ডে ভালো কিছু বলার কোনো সুযোগ নেই। প্রতারণা ছাড়া সরকারের কোনো কৌশল নেই। এ সময় আদানি চুক্তি বাতিল করা ও কুইক রেন্টালের চুক্তি বাতিল করার আহ্বান জানান তিনি।
‘বিএনপি নিজের জন্য আন্দোলন করছে না, দেশের সব মানুষের জন্য আন্দোলন করছে। যেভাবে সবকিছুর দাম বাড়ছে, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকারকে পদত্যাগে বাধ্য করা ছাড়া এ দেশ বাঁচবে না।’
এ সময় নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে ফখরুল বলেন, যে নামেই ডাকুন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
সময় সংবাদ