শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
18 Nov 2024 06:47 am
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ২লাখ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে তারেকুল ইসলামের পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারা।
এসময় কারখানায় নিষিদ্ধ পলিথিন তৈরি ও অবৈধ বিদ্যুৎ সংযোগ এর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক তারেকুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানাসহ ১ হাজার ৮০০ কেজি পলিথিন ও পলিথিন তৈরির সরঞ্জাম জব্দ করেন।
হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।জেলা পরিবেশ অধিদপ্তরের সমন্বয়য়ে আজকের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান।আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।