বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
01 Nov 2024 01:32 am
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আব্দুল মজিদ এর সার্বিক খোঁজ খবর নিয়ে তোকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ¦ জানে আলম খোকা। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধায় তিনি আব্দুল মজিদ এর বাসায় গিয়ে অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জসিম উদ্দিন মন্ডল, আশেক মাহমুদ রোনান, নুরনবী হাসান পিটু, সোহান আজাদ, তুষার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রত্যয়, সুমন মোহন্ত, সুবজ, আসিফ, আপন, রাজন, জিসান প্রমুখ।
এর আগে গত ১০ সেপ্টেম্বর তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন তার একমাত্র পুত্র সামস্ আরাফাত শিশির। আব্দুল মজিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ই আগষ্ট শেরপুর থানার সামনে একজন ছাত্রকে বাঁচাতে গিয়ে প্রায় ৩ শতাধিক ছোড়া গুলিতে আহত হন