বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
31 Oct 2024 09:34 pm
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর গাঁলায় রশি দিয়ে মেঘনা খাতুন (২৩) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে পৌর শহরের পূর্ব ঘোষপাড়া এলাকার কুরবান আলীর মেয়ে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার ভোরে ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়।
তার পিতা কুরবান আলী জানান, প্রায় ১ বছর আগে স্বামীর সঙ্গে ডিভোর্স এর পর থেকে আমার বাড়িতেই থাকতো। সে মানসিক বিষন্নতায় ভূগছিল। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাকে ডাকাডাকি করে কোন সারা না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে গিতে দেখি সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।