রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 07:11 pm
নাজমুল হক নাহিদআত্রাই(নওগাঁ)প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন শাহাগোলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাজিম উদ্দিন রকেট। মো. তুহিন, জুয়েল হোসেন, বেলাল হোসেন, আসলাম হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
তাজিমদ্দিন রকেট বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অন্যান্য বছরের চেয়ে এ বছর আরো শান্তিপূর্ণভাবে উদযাপন হচ্ছে। পূজা উপলক্ষে কোথাও সন্ত্রাসী কার্যকলাপ সহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। ধর্মীয় ভাবগাম্ভীর্যে যাতে সনাতন ধর্মালম্বীরা দুর্গাপূজা করতে পারেন, সেজন্য মন্ডপে মন্ডপে বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন। বিএনপি আগেও সনাতনীদের পাশে ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
যুবদলের নেতৃবৃন্দ ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ ঘুরে ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।