শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
11 Jan 2025 02:17 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শনিবার সন্ধ্যায় বগুড়ার কাহালু পৌর এলাকা (বাবুরবাড়ী) উপজেলা কেন্দ্রীয় সনাতন সংঘে কেন্দ্রীয় পূজামন্ডপ পরিদর্শণ ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল জব্বার, উপজেলা নির্বাচন অফিসার সোহরাব হোসে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাহালু উপজেলার শাখার সভাপতি অঞ্জন কুমার প্রামানিক, সাধারণ সম্পাদক মহদেব মহন্ত, উপজেলা সনাতন সংঘের সভাপতি ভুপেন্দ্রনাথ পাল, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাখ সরকার সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজামন্ডপের অন্যান্য সদস্যবৃন্দ।