রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪
25 Dec 2024 12:18 pm
স্টাফ রির্পোটার:- চাঁদপুরে রাজনৈতিক প্রতিহিংসায় বিল্লাল হোসেন গাজী (৭৫) নামের এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে আওয়ামীলীগ নেতা।
৫ অক্টোবর সন্ধ্যায় বালিয়া ইউনিয়নের বাগড়া বাজারস্থ লেবুতলা এলাকায় শাওনের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত বৃদ্ধ বালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ও সাপদী গ্রামের মৃত আফিদ উদ্দিন গাজীর ছেলে।এ হামলার ঘটনায় তার মেয়ে ফারজানা বেগম (৩২) ও মর্জিনা আক্তার (২৫) গুরুতর আহত হয়েছে।বর্তমানে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত বিল্লাল গাজী ও তার পরিবার লোকজন জানায়, তিনি রাজনীতি করার কারনে পূর্ব থেকেই একই এলাকার আওয়ামীলীগ নেতা আজিজ খান, আহসান ওরফে হাসান খানদের
সাথে রাজনৈতিক দন্ধ চলে আসছিলো। ঘটনার দিন সন্ধ্যায় আহত বিল্লাল গাজী বাগড়া বাজারস্থ লেবু তলার ভেতরে শাওনের দোকানে বসে চা খাচ্ছিলেন। এরফাঁকে হঠাৎ আজিজ খান, হাসিম খান, আনোয়ার খান, হাসান খানসহ কয়েকজন মিলে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।এতে সে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়লে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে যেতে চাইলে তারা তাদের বাড়িতে গিয়েও দ্বিতীয় দফায় হামলা চালিয়ে তার দুই মেয়েকে মারধর করে গুরুতর আহত করেন।এদের মধ্যে ফারজানা আক্তার ৮মাসের অন্তঃসত্বা বলে তারা জানিয়েছেন।
এ বিষয় আহতদের পরিবারের লোকজন চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।