সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
18 Nov 2024 06:11 am
৭১ভিশন ডেস্ক:- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি যাই বলুক, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানকে কেউ পরিবর্তন করতে পারবে না। এই সংবিধান পরির্তন না করা পর্যন্ত যে সরকার ক্ষমতায় রযেছে একটি নির্বাচিত সরকার। তারাই সরকার পরিচালনা করবে। সরকারে থাকবে তারাই।
সোমবার (২৪ এপ্রিল) সকালে টাঙ্গাইলের মধুপুরে রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৪ বছরের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষি মন্ত্রী। এসময় তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। কাজেই যে নির্বাচন কমিশন করা হয়েছে তা আইন অনুযায়ী করা হয়েছে। এ নির্বাচন কমিশন দেশে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। এটাই দেশবাসীর কাম্য।
তিনি বলেন, সম্প্রতি ঢাকায় কযেকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটা খুবই দুঃখজনক ও বেদনা দায়ক। এটি নিয়ে মানুষের মনে শঙ্কাও সৃষ্টি হযেছে। অনেকেই বলছেন- এ বিষয়টি উদ্দেশ্য প্রনোদিত। বিষয়টি নিয়ে আমাদের মনে হয় পরীক্ষা করতে হবে। এ বিষয়ে তদন্ত হচ্ছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ইউএনও শামীমা ইয়াসমীন, মেয়র ছিদ্দিক হোসেন খান। 'শৈশব ফিরুক সবার প্রাণে স্কুলের বাঁধন জাগুক মনে'-এ শ্লোগান নিয়ে সকাল থেকে বিদ্যালয়ের নানা বয়সী সতীর্থরা তাদের প্রাণের বিদ্যাপিঠে পুনর্মিলনীতে যোগ দেয়। আলোচনা সভা, স্মৃতি চারণ, সাংস্কৃতিক উৎসবসহ নানা আয়োজনে প্রাণের সেতু বন্ধন তৈরি হয়। শৈশবের সতীর্থদের স্মৃতি চারণে মেতে উঠে সবাই। বর্নীল আয়োজনে সাজানো হয় বিদ্যালয় ক্যাম্পাসকে।