রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩
16 Nov 2024 02:45 am
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবারের সবাইকে নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। আজ রবিবার (৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎ করেন তিনি।
এই সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন অনেকেই। ছবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে শামীম ওসমান পরিবারের সবাইকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। আমার মেয়ের ভালো ফলাফলে প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে যেতে বলেছিলেন। সেখানে তিনি সবাইকে স্নেহ করেছেন, নাতিকে অনেক আদর করেছেন। আমার নাতি তাকে পেয়ে তার মধ্যে নিজের দাদিকে খুঁজে পেয়ে