শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
16 Nov 2024 04:25 am
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ- ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্।
শুক্রবার বেলা ২টায় জুম্মার নামাজের পর ড.এ এস এম আমানুল্লাহ্ রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে পৌঁছান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের স্মরণে তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
উপাচার্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ বীর আবু সাঈদের রক্তের ওপর যে নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে, তা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন উপাচার্য।উপাচার্য বলেন,বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান আইকন শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধের নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্হায়ী স্মৃতি ফলক স্হাপন করা হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশব্যাপী সব কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্থাপন করা হবে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর