বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
17 Nov 2024 08:31 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ- দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বগুড়ার আদমদীঘিতে গার্ডার ব্রিজ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার ছাতিয়ানহ্রাম ইউপির শালগ্রাম খাড়ির ব্রিজ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি আব্দুল মতিন, আ’লীগ নেতা শাহাদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, বেলাল হোসেন, রেজানুর রহমান জেবাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন জানান, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ৬৬ লাখ ১৬ হাজার ২৮৩ টাকা ব্যয়ে ফুলদীঘি বগুড়া মেসার্স ছাইমা এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠানটি ১৪ মিটার গার্ডার ব্রিজটি নির্মাণ করছেন। এক মাসের মধ্যে ব্রিজটির সকল কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।