বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
18 Nov 2024 07:50 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ পলাশবাড়ীতে পুলিশের সাইরেন বাজিয়ে গভির রাতে ঘুমান্ত নারী ও শিশুর ওপর হামলায় কমপক্ষে ৬ জন আহত হয়েছে। ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।
ঘটানাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ০২.০০ টার দিকে উপজেলার মহদীপুর ইউপির পার্বতীপুর গ্রামের ঠুটিয়াপাকুর বাজার নামক এলাকায়।
সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায় উপজেলার মহদীপুর ইউপির পার্বতীপুর গ্রামের মৃত খাজা মিয়া ছেলে হারুন অর-রশিদের সাথে একই গ্রামে শেফাউল চৌধুরী তার ছেলে শিহাব ও সোহেব মিয়ার সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে ০২.০০ টার সময় শেফাউল চৌধুরীর ছেলে শিহাব ও সোহেব এর নেতৃত্বে ২৫, ৩০ জনের একটি স্বশস্ত্র বাহিনী পুলিশের সাইলেন্স বাজিয়ে প্রতিপক্ষ হারুন অর-রশিদের বসতবাড়ীতে ঘুমান্ত মানুষের উপরে অর্তকিত হামলা লুট-পাট ও ব্যাপক ভাংচুড় চালায়।
এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মহদীপুর গ্রামের মৃত খাজা মিয়ার ছেলে আব্দুল হামিদ, তার স্ত্রী হামিদা বেগম, হাবিবুরের স্ত্রী রুবিনা আক্তার, হামিদ মিয়ার স্ত্রী রুকছানা, হারুন অর-রশিদের স্ত্রী হাওয়া বেগম ও খাজা মিয়ার ছেলে হারুন মিয়া। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।