মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
18 Nov 2024 06:15 am
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার শাজাহানপুরে বিশেষ অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশকিছু মাদকদ্রব্য ও ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। প্রেপ্তারদের মধ্যে একজন নারীও আছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এরআগে গতকাল সোমবার সন্ধ্যা ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে এ অভিযান চালানো হয়। পুলিশের দাবি, মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরে আইনশৃঙ্খলা পরিবেশ সুষ্ঠ রাখতে এ অভিযান চালানো হয়েছে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন শাজাহানপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ। পুলিশের এ কর্মকর্তা জানান, গ্রেপ্তার ৩৮ জনের মধ্যে মাদক মামলায় ১৬ জন, মাদক সেবী ১২ জন, আইনশৃঙ্খলা পরিবেশ বিঘ্ন করায় ১৫১ ধারায় ৫ জন, পরোয়ানামূলে ৩ জন ও বার্মিজ চাকুসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইন্সপেক্টর আব্দুর রউফ আরও জানান, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে আড়াই কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা, ফেন্সিডিল ২৪ বোতল ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।