মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
17 Nov 2024 02:31 pm
জাপানের উত্তরাঞ্চলের আওমোরিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আওমোরি প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রদেশের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে।
তবে এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আওমোরি প্রদেশের পূর্ব উপকূল থেকে ২০ কিলোমিটার (১২ দশমিক ৫ মাইল) গভীরে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।