সোমবার, ২৭ মার্চ, ২০২৩
25 Dec 2024 12:20 pm
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য অধিনায়কের নাম ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের এবারের আসরে কলকাতাকে নেতৃত্ব দেবেন নীতিশ রানা। সোমবার (২৭ মার্চ) অফিসিয়াল টুইটারে ভিডিও বার্তায় নতুন অধিনায়কের নাম ঘোষণা করে কলকাতা।
ইনজুরির কারণে প্রায় পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন কলকাতার নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আর তাই কলকাতার নতুন অধিনায়ক হওয়া নিয়ে বেশ কিছু গুঞ্জন ডানা মেলে। কলকাতার নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস।
তবে দেশের খেলা থাকায় আইপিএলের শুরুতেই সাকিব-লিটনকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে কলকাতার অধিনায়ক হওয়ার দৌড় থেকে ছিটকে যায় সাকিব-লিটন। এছাড়াও কলকাতার অধিনায়ক হওয়ার দৌড় ছিলেন দুই ক্যারিবিয়ান সুনিল নারিন ও আন্দ্রে রাসেল। তবে শেষ পর্যন্ত কলকাতার নেতৃত্বের দায়িত্ব উঠলো নীতিশ রানার কাঁধে।