রবিবার, ২৬ মার্চ, ২০২৩
17 Nov 2024 08:50 pm
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- যথাযোগ্য মর্যদার সাথে জামালপুরে ৫৩তম স্বাধীনতা দিবস পালিত হয়। এ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
২৬মার্চ দুপুর ১২টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মোক্তার হোসেন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস, স্থানীয় সরকারের উপপরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর পৌরসভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির।
আলোচনা সভার পূর্বে শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোজ্ঞ দেশের গান পরিবেশন করে। এর আগে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
অপরদিকে, ইসলামিক ফাউন্ডেশন জামালপুর কার্যালয়ের উদ্যোগে জামালপুর মডেল মসজিদে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়ার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজজাক। মোনাজাত পরিচালনা করেন জামালপুর মডেল মসজিদের ইমাম মৌলানা মাসউদ হোসাইন।