রবিবার, ২৬ মার্চ, ২০২৩
18 Nov 2024 10:31 pm
৭১ভিশন ডেস্ক:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ থেকেই পাকিস্তানী দখলদার বাহিনী হত্যাযজ্ঞ শুরু করে। আমরা ২৫ মার্চকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি চাই। তাই এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এসভ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালায়। তারা ৯ মাস ধরে হত্যাকাণ্ড চালিয়েছিল। তারা ৩০ লাখ মানুষকে হত্যা করেছে এবং ঘরবাড়ি পুড়িয়ে ছাই করে দিয়েছে।ফলে আরো ৩ কোটি মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। এছাড়া ১ কোটি মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয়।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধ্বংসস্তুপ থেকেই রাষ্ট্র পরিচালনা শুরু করেছিলেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিকে গড়ে তুলেছিলেন। জাতির পিতা ৩ বছর ৭ মাসের মধ্যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয়।
শেখ হাসিনা বলেন, শুধু জাতির জনককেই নয়, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে তার সহযোগী ও জাতীয় চার নেতাকেও নির্মমভাবে হত্যা করা হয়।
সরকার প্রধান বলেন, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং আজ একটি উন্নয়নশীল জাতির মর্যাদা অর্জন করেছি।
মহান মুক্তিযুদ্ধের সব শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ।
ডেইলি-বাংলাদেশ