বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩
16 Nov 2024 02:44 am
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা আসন-৫০) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আফরোজা হককে জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে শপথ বাক্য পাঠ্য করান। 0
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পীকার শামসুল হক এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, শিরীন আক্তার এমপি এবং ওয়াসিকা আয়শা খান এমপি উপস্থিত ছিলেন।
শপথ শেষে রীতি অনুযায়ী আফরোজা হক শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংরক্ষিত এ আসনে সদস্য বিএনপির রুমিন ফারহানার পদত্যাগের পর আসনটি শূন্য হয়।
এই সংরক্ষিত আসনটিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী ও দলটির সহ সভাপতি আফরোজা হককে মনোনয়ন দেওয়া হলে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।