বুধবার, ০১ মার্চ, ২০২৩
10 Jan 2025 11:33 pm
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুরের হিলিতে বৈদ্যুতিক শট সাকের্ট এর অগ্নিকান্ডে মুদিদোকানের প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। গতকাল রাতে পৌর শহরের মুহাড়াপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোজ্জাফরের দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,প্রতিদিনের ন্যায়ে সারাদিন দোকারদারি করে রাত ৯ টায় মোজ্জাফর দোকান বন্ধ করে যায়,রাত প্রায় ১২ টার দিকে তার দোকান ঘর থেকে ধুয়া বের হচ্ছে এমন সময় পথচারীরা ও স্থানীয়রা ধুয়া বের হতে দেখে আগুন আগুন করে চিৎকার দিলে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে।
পরে ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে পৌছার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম।মুদিদোকানি মোজ্জাফর আলী বলেন,বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে দোকানে সকল প্রকার মালামাল উঠিয়ে ছিলাম,গতকাল রাতে সবকিছু আমার শেষ হয়ে গেছে। আমি এখন কি ভাবে চলবো। আমি একেবারেই নি:শ্ব হয়ে গেলাম।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম