বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৩
28 Jan 2025 09:24 am
শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় শতাব্দী মুরমু (৩) নামের এক আদিবাসী শিশুর নিহত হয়েছে।
৯ই ফেব্রুয়ারী বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ১ নং বুলকিীপুর ইউনিয়নের বিন্যগাড়ী আদিবাসী তামাকু পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শতাব্দী মুরমু ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের বিন্নাগাড়ী তামাকু পাড়ার কর্নেল মুরমুর মেয়ে। নিহত শিশু শতাব্দীর মা কল্পনা মুরমু জানান, সকাল আনুমানিক ১১টায় তার বড় মেয়ে শ্রেয়া ছোট বোন শতাব্দীকে সাইকেলের পিছনে বসে নিয়ে চালাচ্ছিল। এ সময় হঠাৎ ছোট মেয়ে সাইকেল থেকে পড়ে গেলে পিছন থেকে আসা মাটি বোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শতাব্দী জ্ঞান হারিয়ে ফেলে। দ্রæততাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। ঘোড়াঘাট উপজেলা মেডিকেল অফিসার ডাঃ ফারহান তানভিরুল ইসলাম জানান, দুপুর ১২ টায় ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।