বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৩
25 Dec 2024 12:16 pm
বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ঢাকা বোর্ডে পাসের হার ৮৭.৮৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন; সিলেটে পাসের হার ৮১.৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭১ জন; কুমিল্লায় পাসের হার ৯০.৭২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন; বরিশালে পাসের হার ৮৬.৯৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন, দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯.০৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন; চট্টগ্রামে পাসের হার ৮০.৫০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ জন; যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩.৯৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন; রাজশাহীতে পাসের হার ৮১.৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৮০.৩২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৮ জন।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৬১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে ১ হাজার ৫৭২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৬৯ হাজার ৩৩৮ জন; পাস করেছে ৮ লাখ ১৭ হাজার ২৩০ জন। মোট পাসের হার ৮৪.৩১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জন। এর মধ্যে ছাত্র অংশ নেয় ৪ লাখ ৭৪ হাজার ৫২০ জন, পাস করেছেন ৩ লাখ ৮৯ হাজার ৯৯৯ জন, পাসের হার ৮২.১৯, জিপিএ-৫ পেয়েছে ৭২ হাজার ৫১৯; ছাত্রী অংশ নেয় ৪ লাখ ৯৪ হাজার ৮১৮ জন, পাস করেছেন ৪ লাখ ২৭ হাজার ২৩১, পাসের হার ৮৬.৩৪, জিপিএ-৫ পেয়েছে ৮৭ হাজার ২৩৬ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ হাজার ৬৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে ৪৪৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৯০ হাজার ২৬৬ জন; পাস করেছে ৮৩ হাজার ৫৫৩ জন; পাসের হার ৯২.৫৬ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪২৩ জন। এর মধ্যে ছাত্র অংশ নেয় ৪ লাখ ৭৪ হাজার ৫২০ জন, পাস করেছেন ৩ লাখ ৮৯ হাজার ৯৯৯, পাসের হার ৮২.১৯ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৭২ হাজার ৫১৯; ছাত্রী অংশ নেয় ৪ লাখ ৯৪ হাজার ৮১৮ জন, পাস করেছেন ৪ লাখ ২৭ হাজার ২৩১; পাসের হার ৮৬.৩৪ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৮৭ হাজার ২৩৬ জন।
কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ৮৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে ৬৬২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৭ হাজার ৭৮৩ জন। পাস করেছে ১ লাখ ১১ হাজার ২০৪ জন; পাসের হার ৯৪.৪১ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১০৪ জন। এর মধ্যে ছাত্র অংশ নেয় ৮৫ হাজার ২৯৬ জন; পাস করেছেন ৭৯ হাজার ৭৭৪ জন; পাসের হার ৯৩.৫৩ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৭৮ জন; ছাত্রী অংশ নেয় ৩২ হাজার ৪৮৭ জন; পাস করেছেন ৩১ হাজার ৪৩০ জন; পাসের হার ৯৬.৭৫; জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২২৬ জন।
এ বছর সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীন ১২ লাখ ৩ হাজার ৪০৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৯৬ ছাত্র এবং ৫ লাখ ৮০ হাজার ৬১১ ছাত্রী। সারা দেশে ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেয়া হয়।