মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৩
15 Jan 2025 08:34 pm
কুড়িগ্রাম প্রতিনিধি : [০৭.০২.২০২৩] কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ৬শ পিস ইয়াবাসহ মাদক কারবারি রকিবকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে ওই মাদক কারবারির বসত ঘরের সিন্ধুকের ভিতর থেকে এসব ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক মাদক কারবারি রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ ভোর রাতে রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর পোর্ট গ্রামের কুখ্যাত মাদক কারবারি মো: রকিব হাসান রফিক (৩৪) এর বসতবাড়িতে অভিযান চালায়। এসময় তার বসতবাড়ির ঘরের ভেতরে ড্রয়ার ও সিন্দুকের ভিতর থেকে ২২ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার সহ উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।
রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার বলেন, রৌমারী উপজেলার কুখ্যাত এ মাদক ব্যবসায়ীর বিষয়ে এক সপ্তাহ অনুসন্ধানের পর তাকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার নামে রৌমারী থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।