শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৩
03 Jan 2025 02:35 am
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে উপজেলা পল্লী প্রাণি প্রাথমিক চিকিৎসক এ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সম্মেলন কক্ষে উপজেলা পল্লী প্রাণি প্রাথমিক চিকিৎসক এ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক বাবু রতন কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, আসাদুল্লাহ, আনোয়ারুল ইসলাম, ওমর ফারুক, ইব্রাহীম হোসেন, সুজন সরকার, ওয়াদুদ হোসেন, মিন্টু মিয়া, আজিজুল হক, আবু জাফর, সাজ্জাদ হোসেন, সজল মিয়া, সেকেন্দার আলী, সফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে অত্র সংগঠনের শাহজাহান আলীকে আহবায়ক এবং আশাদুল্লাহ ও আনোয়ারুল ইসলাম কে যুগ্ম আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা পল্লী প্রাণি প্রাথমিক চিকিৎসক এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।