সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
25 Dec 2024 12:15 pm
মোঃ রাকিবুর রহমান রকিব,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে:- ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির দলছুট নেতা ও সাবেক সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবাঞ্ছিত ও প্রতিহত করার পাশাপাশি এ আসনের উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল বিএনপি। চলতি মাসের শুরুতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিলেও মাঠে নেই সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। নির্বাচন বর্জনের কোনো প্রচারণাও তাঁরা করছেন না।
অনেকে এলাকাও ছেড়েছেন। তবে সরাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটিতে ‘সাত্তারপন্থী’ হিসেবে পরিচিত পদবঞ্চিত ব্যক্তিরা আছেন আগের মতোই। তাঁদের অনেকেই প্রকাশ্যে ও গোপনে সাত্তারের পক্ষে কাজ করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ , আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। দলীয় সিদ্ধান্তে তিনি গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। এরপর ২৯ ডিসেম্বর তিনি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা পদ ছাড়েন।
১ জানুয়ারি একই আসনে উপনির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। এ জন্য ওই দিন রাতেই বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবদুস সাত্তার ভূঁইয়াকে দলীয় সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
এরপর ২ জানুয়ারি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আবদুস সাত্তার ভূঁইয়াকে সরাইলে অবাঞ্ছিত ঘোষণা করেন তাঁরা সাত্তারকে মীর জাফর ও বেইমান’ আখ্যা দিয়ে প্রতিহত করার ঘোষণাও দেন।