শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
25 Dec 2024 12:32 pm
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশা জাতীয় ইনজেকশনসহ স্বামী- স্ত্রীকে আটক করেছে পুলিশ।
স্হানীয়রা জানান, শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম ঢাকা - রংপুর মহাসড়কের পান্থাপাড়া আলু স্টোরের সামনে চেকপোষ্ট বসিয়ে বগুড়াগামী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাসী চালিযে ১ হাজার ৫ শ পিচ নেশা জাতীয় " ব্লুপ্রেনরফিন " ইনজেকশনসহ সুমন (২৮) ও তার স্ত্রী আখি বেগম (২১) কে আটক করে।
আটককৃত হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার উত্তর মুরাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সুমন (২৮) ও তার স্ত্রী আখি বেগম (২১)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন বলেন, আটককৃত স্বামী- স্ত্রীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করেছে।