শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
11 Jan 2025 01:00 am
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার শিবগঞ্জে চেকপোস্ট বসিয়ে ৮ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের মুরাদপুর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দক্ষিণ সিন্দুনা গ্রামের জাবেদ আলীর ছেলে ইউসুব আলী (৩৩) ও মৃত আব্দুল খালেকের ছেলে আবু কালাম (৩৫)।
বিষয়গুলো নিশ্চিত করেছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল। পুলিশের এ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিমলা জলঢাকা থেকে আসা ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। ওই বাসে থাকা পাশাপাশি সিটে বসা ইউসুব ও কামালের দুইটি সাদা ব্যাগে ৪ কেজি করে ৮ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
ইন্সপেক্টর আশিক ইকবাল আরও জানান, তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ইউসুব ও কামালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।