বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
10 Jan 2025 09:13 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স ২০২৩ ছাড়াও বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ পলাশবাড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন শেষে বিকেলে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সাধারন সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রিড়া সংস্থা'র সভাপতি কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান,পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান,থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, অন্যান্যরা।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে প্রায় দিনভর ক্রীড়া ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতা শেষে বিকালে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের মাঝে বিকেল ৪টায় পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা। বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়/টীম ও অ্যাথলেটিক্স ছাড়াও বিভিন্ন পর্যায় সংশ্লিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন।