না‌গেশ্বরীর  ম‌নিরচর গ্রামে স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড


 
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম:-কুড়িগ্রামে অষ্টম‌ শ্রেণি পড়ুয়া এক শিশু শিক্ষার্থী‌কে অপহর‌ণের পর ধর্ষ‌ণের মামলায় অ‌ভিযুক্ত আসা‌মি‌কে দো‌ষি সাব‌্যস্ত ক‌রে যাবজ্জীবন কারাদন্ড দি‌য়ে‌ছেন আদালত। মঙ্গলবার (২ সে‌প্টেম্বর)  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনা‌লের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই আ‌দেশ দেন। ট্রাইব‌্যুনা‌লের পাব‌লিক প্রসি‌কিউটর মিজানুর রহমান সরকার এবং আদালতের বেঞ্চ সহকারী এরশাদ আলী এ তথ‌্য নি‌শ্চিত করেছেন। 
 
সাজাপ্রাপ্ত আসা‌মির নাম আনোয়ার হোসেন রুবেল (৩৩)। তি‌নি কু‌ড়িগ্রামের না‌গেশ্বরী উপজেলার ম‌নিরচর গ্রামের আব্দুর র‌শিদের ছে‌লে। রায় ঘোষণাকালে আসা‌মি আদাল‌তে অনুপ‌স্থিত ছি‌লেন। আসা‌মির অনুপ‌স্থি‌তি‌তে আদালত রায় ঘোষণা ক‌রেন।
 
মামলা সূত্রে জানা গে‌ছে, আসা‌মি আ‌নোয়ার হো‌সেন রু‌বেল অষ্টম শ্রেণি পড়ুয়া স্থানীয় এক শিশু শিক্ষার্থী‌কে (১৩) প্রেমের প্রস্তাব দি‌য়ে উত‌্যক্ত কর‌তেন। বিষয়‌টি ওই শিক্ষার্থীর প‌রিবার রু‌বে‌লের প‌রিবার‌কে জানা‌লে রু‌বেল ক্ষিপ্ত হ‌য়ে ও‌ঠেন। এরপর ২০১২ সা‌লের ১৪ মার্চ আসা‌মি রু‌বেল ওই শিশু শিক্ষার্থী‌কে অপহরণের পর ধর্ষণ ক‌রেন। 
 
এ ঘটনায় শিক্ষার্থীর বড় ভাই বাদী হ‌য়ে না‌গেশ্বরী ধানায় নারী ও শিশু নির্যাতন দমন আই‌নে মামলা দা‌য়ের ক‌রেন। 
 
দীর্ঘ ১৩ বছর বিচারকার্য চালা‌নোর পর মঙ্গলবার দুপু‌রে আদালত রায় ঘোষণা ক‌রেন। বেঞ্চ সহকারী এরশাদ আলী ব‌লেন, আসা‌মি রু‌বে‌লের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ প্রমা‌ণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আই‌ন ২০০০ এর ৯ (১) ধারায় আসা‌মি‌কে যাবজ্জীবন কারাদ‌ন্ড এবং ৭ ধারায় ১০ বছ‌রের সশ্রম কারাদ‌ন্ডে দ‌ন্ডিত ক‌রেন। রায় ঘোষণাকা‌লে ট্রাইব‌্যুনা‌লের পাব‌লিক প্রসি‌কিউটর মিজানুর রহমান সরকার উপ‌স্থিত


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।