অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৩:২৪
বরগুনা প্রতিনিধিঃ-দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বরগুনার বামনা উপজেলায় নৌবাহিনীর বিশেষ অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
নৌবাহিনীর সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫৫ মিনিটে বামনা ডিটাচমেন্টের সেকশন টহল চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট ভাইজোড়া হাওলাদার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী রিয়ান হাওলাদার (৩৫) কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রিয়ান হাওলাদার ওই এলাকাসহ আশপাশে মাদক ব্যবসা, ডাকাতি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
মঠবাড়িয়া থানার এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান জানান, আটককৃত রিয়ানের বিরুদ্ধে মঠবাড়িয়া উপজেলায় মামলা নং-১৮, তারিখ ১০ এপ্রিল ২০২৫ এ ধারা ৩৯৫, ৩৯৭ এর অধীনে ডাকাতি ও ছিনতাইসহ তিনটি মামলা রয়েছে, যেখানে ৩৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
অন্যদিকে, বামনা থানার এসআই (নিরস্ত্র) চন্দন দে জানান, রিয়ানের বিরুদ্ধে ৩টি ওয়ারেন্টভুক্ত, ১টি এজাহারভুক্ত এবং ২টি তদন্তাধীনসহ মোট ১০টি মামলা রয়েছে।
স্থানীয় এলাকাবাসী নৌবাহিনীর এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। আটককৃত রিয়ান হাওলাদারকে জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বামনা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।