ভারতকে ট্রাম্পের কড়া বার্তা


৭১ ভিশন ডেস্ক:- সম্প্রতি এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে উদ্ভূত বিশ্ব বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন।

এর মাঝেই ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পক্ষে দ্বিগুণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে ‘একতরফা সম্পর্ক’ রেখে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প, তারা (ভারত) আমাদের সাথে প্রচুর পরিমাণে ব্যবসা করে... তারা আমাদের দেশে প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করে। কিন্তু আমরা খুব কমই বিক্রি করি (ভারতে)। এখন পর্যন্ত এটি সম্পূর্ণ একতরফা সম্পর্ক।

ভারতকে ‘শুল্ক অপব্যবহারকারী’ হিসেবে উল্লেখ করে সমালোচনাও করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, ভারত তার বেশিরভাগ তেল এবং সামরিক পণ্য রাশিয়া থেকে কেনে... যুক্তরাষ্ট্র থেকে খুব কম কেনে। তারা এখন তাদের শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে... কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তাদের এটা বহু বছর আগেই করা উচিত ছিল।

গত মাসের প্রথম দিকে রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এর ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক পৌঁছেছে ৫০ শতাংশে। গত ২৭ আগস্ট থেকে বর্ধিত এই শুল্ক কার্যকরও হয়েছে।

এই পরিস্থিতি নিজেদের অর্থনীতির স্বার্থে ইউরোপে বিকল্প বাজার খুঁজছে ভারত। তাই সেখানেও ভারতকে চাপে ফেলতে ফাঁদ তৈরি করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।