পীরগঞ্জে বিএনপি'র অবহেলিত ত্যাগী নেতাকর্মীদের ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা  এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।
 
আজ ১ সেপ্টেম্বর (রবিবার )  বিকেলে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। বাদ্যযন্ত্রসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয় র‍্যালিটি।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপি সহ-সভাপতি রমজান আলী তালুকদার। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জাসাসের সাবেক সভাপতি হাবিবুর রহমান পল্টন।
 
জাসাস নেতা বলেন, “যে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে উঠেছে, যেটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রয়েছে— সেই দলের অনেক ত্যাগী নেতাকর্মীকে আজও সদস্যপদ দেয়া হয়নি। একাধিক ইউনিয়নে সম্মেলন হয়নি, চলছে অনৈতিক লেনদেন। বিএনপিকে আজ দখলদার গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে।”
 
তিনি আরও অভিযোগ করে বলেন“ভূমি অফিস, খাদ্য অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিসসহ নানা দপ্তরে নেতাদের প্রভাব স্পষ্ট। থানায় সাধারণ মানুষ যেতে পারে না বিএনপির স্থানীয় নেতাদের অত্যাচারে। মামলা হয় কেবল ‘নির্বাচিত’ নেতাদের নামে।”
 
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আন্দোলন সংগ্রামে রয়েছেন, অথচ আজ পদবঞ্চিত— তাদের প্রতি এই অবিচার চলতে থাকলে আমি ব্যক্তিগতভাবে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব।”সভায়  আরো বক্তব্য রাখেন সাবেক ভেন্ডাবাড়ি ইউনিয়নের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আরিফুর রহমান আরিফ, পাঁচগাছি ইউনিয়নের সভাপতি জাকির হোসেন, সানেরহাট ইউনিয়নের সভাপতি মিজানুুর রহমান, সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাই খান রানা নব্বইয়ের গণ আন্দোলনর সম্মুখ সারীর যোদ্ধা শাহ কাজল, সাবেক উপজেলার ছাত্রদল ও যুবদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক সাবেক ছাত্রনেতা মুশফিকুর রহমান রতন প্রমুখ।
 
বক্তারা দাবি করেন, বিএনপির আদর্শ ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বহুদলীয় গণতন্ত্রের’ চেতনায় বিশ্বাসী হলেও বর্তমানে দলীয় নেতৃত্বে সন্ত্রাস, চাঁদাবাজি ও অযোগ্যদের আধিপত্য ত্যাগীদের হতাশ করছে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাবেক ছাত্রনেতা ইলিয়াস আলী।
 
মোঃ আকতারুজ্জামান রানা
 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।