অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৫:৩৭
স্টাফ রিপোর্টার:-বগুড়ার সোনাতলায় ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ (ডিএনবি) নামের একটি ভূয়া এনজিওর বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে থাকা প্রায় ১১০০ সদস্যের কাছ থেকে সংস্থাটি আনুমানিক ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে গত ২৬ আগস্ট সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিখা খাতুন।
উপজেলার গড়চেতনাপুর গ্রামের শাহীন এর স্ত্রী শিখা খাতুন নামের এক নারী ভুক্তভোগী অভিযোগ করেছেন, বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এনজিওর সদস্য হতে বাধ্য করা হয় তাকে। পরে তিনি নিজের পাশবইয়ের মাধ্যমে ১,৮০০ টাকা জমা দেন। কিন্তু প্রতিশ্রুত ঋণ না পেয়ে এবং টাকা ফেরত না পাওয়ায় তিনি প্রতারণার শিকার হয়েছেন।
অভিযোগে এনজিওটির সোনাতলা শাখার তিন ব্যক্তিকে প্রতারণার মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন মোঃ আলমগীর হোসেন, পিতা: মৃত তসলিম উদ্দিন সরকার; মোঃ শামীম আকতার রতন, পিতা: মৃত মোজাফর হোসেন; এবং মোঃ মাহমুদুর রহমান রনি, পিতা: মৃত মোজাফর হোসেন।
ভুক্তভোগীসহ স্থানীয়দের দাবি, এনজিওটি সঞ্চয়ের প্রলোভন দিয়ে সদস্যদের কাছ থেকে কোটি টাকা সংগ্রহ করেছে। পরে সংস্থার কর্মকর্তারা টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন।
এ বিষয়ে গত ২৬ আগস্ট সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিখা খাতুন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।