হিলিতে মাদকসহ মা-ছেলে,দেবর আটক।


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মা-ছেলে ও দেবরসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

 

আটককৃতরা হলেন, হিলি পৌর শহরের বালুচর এলাকার জহুরুল ইসলাম জনির স্ত্রী শানু বেগম (৩২) ও তার ছেলে জীবন ইসলাম (১৬) এবং ছোট ভাই স্বপন মিয়া (২৮)।

 

রোববার (৩১ আগস্ট) দুপুরে বিষয়টি জানিয়েছেন হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

 

হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আজ রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের উত্তর বাসুদেবপুর (বালুরচর) এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করেন। 

 

অভিযান চালিয়ে আসামি শানু বেগমের নিজ বসতবাড়ি থেকে ৫৮০ পিচ এ্যাম্পল ও ২৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাদের তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম
দিনাজপুর।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।