সুনামগঞ্জের ধর্মপাশায় প্রাথমিক বিদ্যালয়ে গায়ে হাওয়া লাগিয়ে চলছে পাঠদান


রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি:-বাংলাদেশের চারিদিকে যখন শিক্ষার মানোন্নতির দিকে তখন প্রাথমিক বিদ্যালয়ের চলছে অনিয়ম। 
 
সুনামগঞ্জের ধর্মপাশায় মুদাহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গায়ে হাওয়া লাগিয়ে চলছে পাঠদান এবং বিভিন্ন অনিয়ম। 
 
এবিষয়ে এলাকার বাসিন্দারা বলেনঃ-
১/ সঠিক সময়ে জাতীয় পতাকা উত্তোলন হয় না।
২/ প্রতিদিন স্কুলের নিয়ম অনুযায়ী ছুটি হয় না। ০২.৩০মিনিটে স্কুলে তালা ঝুলানো থাকে। এবং সঠিক সময়ে শিক্ষকরা উপস্থিতি হয়না।
 
৩/ স্কুলের তহবিলের টাকা আর্থস্বাদের অভিযোগ। 
৪/ ক্লাস ফাঁকি দিয়ে সকল শিক্ষক শিক্ষিকা মোবাইল ফোন নিয়ে ব্যস্থ থাকে। 
৫/ দপ্তরী বিহীন বিদ্যালয়।
৬/ বেলা ১১.৫৫মিনিটে গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকা সত্ত্বেও কোন শিক্ষক শিক্ষিকা ক্লাসে যায় নি।
৭/ শিক্ষার গুণগত মান ভাল না হওয়ায় মুদাহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি না করে ৮০% শিক্ষার্থী সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়েছে। 
 
এব্যাপারে মুদাহরপুর গ্রামের বর্তমান সেলবরষ ইউনিয়নের, ০৯নং ওয়ার্ড এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বলেন, এভাবে কোন প্রতিষ্ঠান চলতে পারে না, সরকার তাদের বেতন দেয়, কিন্তু তাঁরা গায়ে হাওয়া লাগিয়ে স্কুল করে, এভাবে নিজেদের ইচ্ছে মতো চললে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। তাই আমার অনুরোধ তাদেরকে আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার করার দাবি জানাচ্ছি। 
 
এবিষয়ে মুদাহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন এর কাছে জানতে চাইলে এর সঠিক কোন উত্তর দিতে পারেননি। তিনি বিভিন্ন ভাবে কথা কাটিয়ে দেন। আমার ব্যাপারে যে সকল অভিযোগ এসেছে তা বির্ত্তীহীন এবং বানোয়াট। প্রয়োজনে আপনারা তদন্ত করতে পারেন। 
 
সাংবাদিকদের সঙ্গে শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস এর সঙ্গে মটোফোনে কথা বললে তিনি বলেন আপনি যে অনিয়ম গুলো দরেছেন তার সাথে আমি অনেটাই একমত পোষণ করছি। 
 
 
ধর্মপাশা উপজেলার শিক্ষা অফিসার আরও বলেন প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন এর নামে এরকম আরও অভিযোগ এসেছে আমরা থাকে সকোর্স করেছি এবং তার উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।