পলাশবাড়ীতে হঠাৎ অচেনা প্রাণির আক্রমনে ১১ ব্যক্তি আহত


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে হঠাৎ করেই অচেনা প্রাণির আক্রমণে শিশু-নারী ও পুরুষসহ ১১ ব্যক্তি আহত হয়েছে। এরমধ্যে ৪ থেকে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে ঘটনাটি ঘটেছে।
সরেজমিন গিয়ে জানা যায়, এদিন সকাল থেকেই ওই গ্রামের মানুষজন স্বাভাবিকভাবে নিজেদের কাজকর্ম করছিলেন। হঠাৎ বিকেলের দিকে শিয়াল আকৃতির একটি প্রাণি মানুষের বাড়ী ঘরে ঢুকে পড়ে তাদের কামড়াতে থাকে। এসময় ওই গ্রামের ১১ ব্যক্তি আহত হয়।  পরে লোকজন সমবেত হয়ে ধাওয়া দিলে ওই অচেনা প্রাণিটি পালিয়ে যায়। এসময় অচেনা প্রাণির আক্রমণে জেসমিন বেগম (৪০), তার শেলে জিসান মিয়া (১০), মেয়ে মিমি আকতার (৬), একই গ্রামের নয়ন মিয়া (১২) ও মানিক মিয়া (১০) ছাড়াও বেশ কয়েজন আহত হয়। আহতদের সাথে সাথেই জেলা সদর হাসপাতালে চিকিৎসর জন্য পাঠানো হয়েছে।
ওই গ্রামের চম্পা বেগম জানান, হঠাৎ করেই একটি প্রাণির আক্রমণ করেন। আমরা এলাকাবাসী আহতদের চিকিৎসার হাসপাতালে পাঠিয়েছি।
স্থানীয় ইউপি সদস্য নুরুন্নবী প্রধান জানান, আমি পাশের একটি বাজারে গিয়েছিলাম। মোবাইল ফোন পেয়ে গ্রামের এসে দেখি অনেক মানুষ আহত। আহতদের দ্রæত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। তিনি আরো জানান, আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি কেউ প্রাণিটিকে চিনতে পারেনি। বর্তমান ওই এলাকায় মানুষজনের মাঝে ব্যাক আতঙ্ক বিরাজ করছে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।