সেনবাগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান।


মোঃ ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন),নোয়াখালী প্রতিনিধি :-নির্ধারিত সময়ে চিকিৎসকদের অনুপস্থিতি, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা এবং রোগীদের সরকারি খাবার বিতরণে অনিয়মের অভিযোগে নোয়াখালীর সেনবাগ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। দুদকের নোয়াখালী কার্যালয়ের ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস ও উপ-সহকারী পরিচালক জাহেদ আলমের নেতৃত্বে একটি দল হাসপাতালটিতে এই ঝটিকা অভিযান চালায়।
 

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা সরকার নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত থাকছেন না—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

 

অভিযোগ অনুযায়ী, কেউ সকাল ১০টার পর, আবার কেউ দুপুরের পর কর্মস্থলে উপস্থিত হন।
 

দুদকের অভিযানে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযানের সময় চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বিলম্বে উপস্থিতির বিষয়টি সরেজমিনে যাচাই করা হয়।

 

পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের জন্য বরাদ্দকৃত সরকারি খাবার বিতরণেও ব্যাপক অনিয়মের চিত্র উঠে আসে।

 

এ বিষয়ে দুদক নোয়াখালী কার্যালয়ের ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, প্রাথমিক তদন্তে বেশ কয়েকটি অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

 

বিস্তারিত তথ্য সংগ্রহ করে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। প্রতিবেদন পর্যালোচনার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
 

এদিকে দুদকের এ অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন,নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা আরও শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব হবে।।

 

 

মোঃ ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন), নোয়াখালী প্রতিনিধি। 
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।