অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৮:৫৮
জাহিদুল ইসলাম মেহেদী:-বরগুনা জেলা শহরের গ্রীন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক রিজিওনাল অফিসের মো. মারুফ পারভেজ, জেলা কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, রিজিওনাল ম্যানেজার (দাবি) উত্তম কুমার এবং রিজিওনাল ম্যানেজার(প্রগতি), সাংবাদিক ইমরানসহ জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ।
ব্র্যাক রিজিওনাল অফিসের মো. মারুফ পারভেজ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় নিয়ে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
ভবিষ্যতেও দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ব্র্যাক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।