দিনাজপুরে অবসর সমিতির সদস্যদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এডিসি শিক্ষা


মোছাঃ তহমিনা বেগম বিউটি ,দিনাজপুর প্রতিনিধিঃ-    দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান বলেছেন, প্রবীনদের সম্মান করুন। প্রবীনরা সমাজের বোঝা নয়, তারা পরিবার, সমাজ ও জাতির বাতিঘর। 

 

প্রবীনদেরও রয়েছে সুস্থ্য, সুন্দর ও কর্মময় জীবনের অধিকার। তাদের সাথে সৌহার্দপূর্ণ আচরণ করা প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব।
 

১৫ জানুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসন চত্বর প্রাঙ্গণের অস্থায়ী কার্যালয়ে শীতার্ত সদস্যদের মাঝে কম্বল ও কম্বলের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক প্রকৌঃ আমজাদ হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান ও সমিতির সাবেক চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ ফসিউদ্দিন আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির কম্পিউটার অপারেটর মোঃ হাসনাত রহমান। 

প্রধান অতিথি ১৩৮ জনের মাঝে কম্বল ক্রয়ের জন্য ৫০০ টাকা করে ৬৯ হাজার টাকা ও ১৫০ জনের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।