অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৭:৩৯
জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধ : পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ১৯৬৭ সালের ৮ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিং এর তৎকালীন ইপিআর এর ১৪তম উইং হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
১৯৬৭ সাল হতে অদ্যবধি এই ব্যাটালিয়ন দেশমাতৃকার সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্বসহ সরকার কর্তৃক অর্পিত সকল কার্যক্রম এবং অনন্য সাধারণ দায়িত্ব পালনের পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা, দক্ষতা ও সুনামের সাথে পালন করে আসছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই ব্যাটালিয়নের ৩৫ জন এবং ১৯৮৪ সালে পার্বত্য চট্টগ্রামের মারিশ্যায় দায়িত্ব পালনকালে তৎকালীন শান্তিবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ২জন সহ সর্বমোট ৩৭ জন বিভিন্ন পদবীর সৈনিক শাহাদাৎ বরণ করেন।
পত্নীতলা ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া, কোয়ার্টার গার্ডে পতাকা উত্তোলন এবং অধিনায়কের বিশেষ দরবার গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
এ ধারাবাহিকতায় আজ ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক, রাজশাহী সেক্টরের অধীনস্থ ইউনিটসমূহের অধিনায়কবৃন্দ, পুলিশ সুপার নওগাঁ, সংশ্লিষ্ট উপজেলা সমূহের ইউএনওগণ, পুলিশ প্রশাসন এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং পত্নীতলা ব্যাটালিয়নের অফিসারসহ সকল স্তরের সদস্যবৃন্দ।
অত্যন্ত উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশে পত্নীতলা ব্যাটালিয়নের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজ সম্পন্ন হয়। ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী'র সমাপনী কর্মসূচী হিসেবে বিকেলে প্রীতি ভলিবল খেলার আয়োজন করা হয়।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।