অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৪:০৯
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-প্রকাশ্যে ধূমপান করায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাজারে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে এক দোকানিকেও অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে হিলি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন। অভিযান চলাকালে প্রকাশ্যে ধূমপান করার দায়ে একজন ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। অভিযানে দেখা যায়, এক দোকানি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছেন। এ অপরাধে ওই দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত বাজার তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।