অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১২:২৪
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম এবার বিরামপুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা) হিসাবে নির্বাচিত হয়েছেন।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা, শিক্ষার মান উনয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ এবার জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে তাকে বিরামপুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা) হিসাবে নির্বাচন করা হয়েছে।
তিনি ইতিপূর্বে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমি (নায়েম) ঢাকা কর্তৃক আয়াজিত অধ্যক্ষ কোর্সে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন।
একজন কবি ও প্রাবন্ধিক হিসাবে পরিচিত অধ্যক্ষ ড. নূরুল ইসলাম ইতিপূর্বে বিরামপুর প্রেসক্লাবের সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন। তার এই সাফল্যে শিক্ষক, সাংবাদিক ও সুধীমন্ডলী তাকে অভিনন্দন জানিয়েছেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।