বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা



 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত উপজেলা সদরের টাটকপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

 

এসময় পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা আদালতকে সহযোগিতা করেন।

 

অভিযানে টাটকপুর এলাকার এমডি ব্রিকস, এস এ ব্রিকস ও এমকেএম ব্রিকসকে পৃথকভাবে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা এবং এমডিবি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

 

সবমিলিয়ে চারটি ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দীন জানান, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে অবৈধ এসব ইটভাটায় জরিমানা আরোপের পাশাপাশি ভাটাগুলোতে প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

 

অভিযান চলাকালে র‌্যাব, পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।
 

তিনি আরও জানান, পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।