অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৯:৩০
মো: ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন)নোয়াখালী প্রতিনিধি:-সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।তিনি মাদ্রাসার মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. খোরশেদ আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেন সুমন,রেইনবো ফাউন্ডেশনের সিইও ড.খন্দকার নাজমুল হক (পিএইচডি), মাদ্রাসার সেক্রেটারি জাফর উল্যাহ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।