অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৮:০৬
মঙ্গলবার রাতে বগুড়া শহরের সাতমাথাস্থ বাইতুল বারী পার্ক মসজিদে শতাধিক ইমাম মুয়াজি¦ন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারবালা মাদরাসার মুহাদ্দিস ইসলামি গবেষক মুফতি মাওলানা ফজলুল করিম রাজু, আবহাওয়া মসজিদের খতিব মাওলানা ইমাম আবু রাজি, পার্ক মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম রওশন, মাওলানা সিয়াম হোসেন বাস্তববাদী। অনুষ্ঠানে দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা পর্যায়ে ড. মাওলানা আব্দুল
বারী রশিদী শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত
ড. মাওলানা আব্দুল বারী রশিদী, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ বগুড়া জেলার ১২ টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ( মাদরাসা) নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে শেষ্ঠ হয়েছে।
সে একই উপজেলার বামুজা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক হিসেবে ২০১৯ সাল থেকে কর্মরত রয়েছেন। ইতিপূর্বে ও সে ২০২৪ সালে ও উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন।
ড. আব্দুল বারী রশিদী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের গবেষক হিসেবে পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেছেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি দায়ী ইলাল্লাহ হিসেবে সারাদেশে ওয়াজ মাহফিল ও গবেষণার মাধ্যমে ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত রেখেছেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।