অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৮:০৫
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-বাংলাদেশের রেল দুর্ঘটনার ইতিহাসে এক হৃদয়বিদারক অধ্যায়, হিলি ট্রেন দুর্ঘটনা। সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতিকে ধারণ করে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হিলি ট্রেন দুর্ঘটনা দিবস।
১৯৯৫ সালের ১৩ জানুয়ারি হিলি রেলস্টেশনে সংঘটিত ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান বহু নিরীহ মানুষ। সেই মর্মান্তিক ঘটনার ৩১ বছর পূর্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্টেশন চত্বরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
“ভুলি নাই, ভুলবো না” এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিকেল ৪টা থেকে শুরু হওয়া দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, রেল শ্রমিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, হিলি ট্রেন দুর্ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি এ অঞ্চলের মানুষের জীবনে এক গভীর বেদনাদায়ক স্মৃতি। আজও সেই দিনের কথা স্মরণ করলে হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে।
বক্তারা আরও বলেন, নিহতদের পরিবারগুলো আজও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি। তারা ভবিষ্যতে রেলপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে রেল দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে রেলওয়ে একতা ক্লাব।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।